Home / আবহাওয়া / ১৭ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী

১৭ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী

দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবার (২৫ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায় ঢাকাসহ দেশের ৬ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগের তুলনায় মঙ্গলবার বৃষ্টি কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

তিনি বলেন, গোপালগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, বরিশাল, পাবনা, রাজশাহী ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে।

Check Also

বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা …

Leave a Reply

Your email address will not be published.