পতৌদি পরিবার আসছে নতুন সদস্য। অর্থাত ফের বাবা-মা হচ্ছেন সাইফ-করিনা। পতৌদি পরিবারের নতুন সদস্য আসার খবর উচ্ছ্বসিত নেট জনতা। সাইফ, করিনাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁদের ভক্তরা।
ভক্তদের পাশাপাশি বি টাউনের একাধিক তারকাও শুভেচ্ছা জানাতে শুরু করেন নবাব-বেগমকে।
সোহা আলি খান যখন দাদাকে ‘কোয়োডফাদার’ বলে সম্মোধন করেন, সেই সময় সাইফের প্রথম পক্ষের ছে’লে ইব্রাহিমও বাবাকে শুভচ্ছা জানান। সোহার স্টেটাস দেখে সেখানে বাবার জন্য ইমোজি শেয়ার করেন ইব্রাহিম।
সাইফের ওই ইমোজি প্রকাশ্যে আসার পরই তা নিয়ে জো’র আলোচনা শুরু হয়ে যায়। অন্যদিকে সারা আলি খানের জন্ম’দিনের দিনই খুশি খবর প্রকাশ করা হয়।
করিনা দ্বিতীয়বার মা হচ্ছেন বলে জানানো হয় সইফের পিআর টিমের তরফে। সইফের পিআর টিমের ওই ঘোষণার পর করিনা নিজে দ্বিতীয়বার মা হচ্ছেন বলে খবর প্রকাশ্য আনেন।